গাজীপুর মহানগরের কোনাবাড়ি মেট্রো থানা প্রজন্ম দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জনাব তারেক আহমেদ কে আহ্বায়ক ও সামসুল আলম স্বাধীন কে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেয়া হয়। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি জনাব জনি হোসেন সরকার, সেক্রেটারি জনাব এস এম মহসিন হাবিব ও গাজীপুর মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন রানা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব সাজ্জাদ হোসেন। জনাব জনি হোসেন সরকার আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ এক মহা সংকটের মধ্যে পতিত হয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশ কে অস্থিতিশীল করতে মরিয়া। সুতরাং আমাদের সকলকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করতে হবে। সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে লড়াই করে এই দেশের আপামর জনসাধারণকে নিরাপত্তা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করে প্রতিজ্ঞাবদ্ধ হোন। যেখানেই অন্যায় সেখানেই প্রজন্ম দল। আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্যে এস এম মহসিন হাবিব বলেন, আগামী সংসদ নির্বাচনে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে ধানের শিষের বিজয় নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদীর বিরুদ্ধে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই,
এইদেশে আর কখনোই যেন iফ্যাসিবাদী সরকার ফিরে আসতে না পারে সেজন্য সকলকে একত্রিত হয়ে কাজ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্ম সূচিতেও অংশগ্রহণ করতে বক্তারা তাগিদ প্রদান করেন।